বুকে ‘ইন্ডিয়া’ লেখা এক ছেলের বাসায় কলিংবেল বাজছে। ছেলেটি দরজা খুলে দেখে বুকে ‘বাংলাদেশ’ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর ইন্ডিয়া তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্র আছে যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা “1971, India created Bangladesh”। এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়া লেখা ছেলেটার পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।
রবিবার ভারত থেকে ইউটিউবে আপলোড করা ‘মউকা মউকা’ শীর্ষক এ ভিডিওটি দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বাংলাদেশি প্রযুক্তি প্রজন্ম। ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাল্টা একটি ভিডিও তৈরি করে ইন্টারনেটে আপলোড করে বাংলাদেশের কিছু তরুণ। ‘টাইগার ক্রিকেট থ্রিডি’ নামে একটি ভিডিও ফুটেজ তৈরি করে করে তারা। সেখানে বাংলাদেশের ক্রিকেট দলের কাছে ভারত দলের হারের দৃশ্যগুলো তুলে ধরা হয়। বিশেষ করে ২০০৭ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের এশিয়া কাপের। আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধে বাংলাদেশ দলের শুভকামনা করে ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। তীব্র প্রতিবাদের মুখে ২৪ ঘণ্টার মধ্যে ‘নীতিগত’ কারণ দর্শিয়ে সোমবার বাংলাদেশ সময় পৌনে একটায় মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করে নির্মিত ভিডিও ক্লিপটি সরিয়ে নেয় উইটিউব কর্তৃপক্ষ।
বাংলাদেশ-ভারতের ক্রিকেট খেলাকে সামনে রেখে ভিডিওটি আপলোড করা হয়েছিলো। আপলোডের পর ভিডিওটির ভিউ সংখ্যা ২,৮৫,০০০ লক্ষ ছাড়িয়ে স্বল্পসময়ে সর্বাধিক আলোচিত ভিডিওর তালিকায় জায়গা করে নেয়। আর ইউটিউব থেকে সরিয়ে ফেলার পর থেকে ফেসবুকে শেয়ার ও আপলোড করা ‘মউকা মউকা’ ভিডিওটি ডিলিট করে দিতে শুরু করেছে বাংলাদেশের প্রযুক্তি প্রজন্ম।
Mohammad Anamul Hoque Babul liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Md. Babul Hossain Khan liked this on Facebook.
Manzur Ahmed liked this on Facebook.
রুদ্র আরাফ liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.