দেশের বাইরে গিয়েও শিল্পী প্রতিভা দেখালেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। ভারতের কলকাতায় শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে’র গাওয়া পাঁচটি গান গেয়ে শোনান তিনি। এ ছাড়া দেশাত্মবোধক গানও গেয়ে শোনান তিনি।
এ দিন সন্ধ্যায় কলকাতার নন্দনে অবনীন্দ্র সভাঘরে মন্ত্রীকে ‘নেহেরু সাম্য সম্মাননা-২০১৪’ পুরস্কারে ভূষিত করে ‘হ্যালো কলকাতা’ নামে একটি প্রতিষ্ঠান। পুরস্কার গ্রহণের পর তিনি উপস্থিত অভ্যাগতদের হেমন্ত মুখোপাধ্যায় ও মান্না দে’র গাওয়া পাঁচটি গান ছাড়াও দেশাত্মবোধক গান গেয়ে শোনান।
একই দিন বিকেলে কলকাতা প্রেস ক্লাবে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে ‘আচার্য দীনেশ চন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক-২০১৪’ প্রদান করে আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মন্ত্রী বলেন, ‘আমি খুবই আনন্দিত, গর্বিত। দীনেশ চন্দ্র সেন একজন নামী ব্যক্তি ছিলেন। তার নামাঙ্কিত এই পুরস্কারে ভূষিত হয়ে খুব ভাল লাগছে। জীবনে অনেক পুরস্কারেই ভূষিত হয়েছি কিন্তু এর সম্মানটাই আলাদা।’
মঞ্চে ঘুমান নি উনি…যত্তসব অকম্মার দল…!
Marjuk Rasel liked this on Facebook.
Mahbub Samol liked this on Facebook.