মরেও শান্তি নেই প্রভার!

বিনোদন ডেস্ক : মরেও শান্তি নেই প্রভার। কারণ স্বাভাবিক ভাবে যে তিনি মারা যাননি। তাই অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনই এক চরিত্রে অভিনয় করেত দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘যখন কখনো’ ধারবাহিক নাটকটিতে প্রভার বিপরীতে অভিনয় করেছেন ইন্তেখাব দীনার।
এ নাটকে আরও অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, রওনক হাসান। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে এ ধারবাহিক নাটকটির শুটিং শুরু হয়েছে বলে জানান পরিচালক। এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘নাটকটি একটি পরিবারকে কেন্দ্র করে হলেও সম্পুর ভিন্ন ধর্মী একটি নাটক এটি। আমার চরিত্রটিও দুর্দান্ত। ভূতুড়ে কারবার করে বেড়াবো আমি। সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা।’ ১০৪ পর্বের এ ধারাবাহিক নাটকটি খুব শীঘ্রই একটি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

One thought on “মরেও শান্তি নেই প্রভার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *