বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার বিষয়ে বিদ্রুপাত্মক উক্তি করে সরকার দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন আরেক যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু। রোববার বিএনপি ও ২০ দলের পক্ষে এক বিবৃতিতে এ অভিযোগ করেন বুলু। গত চারদিন থেকে নিখোঁজ আছেন বিএনপি নেতা সালাহ উদ্দিন। তার দলের পক্ষ থেকে দাবি করা হয় আইন শৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। গতকাল এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্তব্য করেন, বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে ছিলেন সালাহ উদ্দিন এবং তাকে ময়লার বস্তার সঙ্গে বাইরে পাচার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বুলু বলেন, সালাহ উদ্দিনকে খালেদা জিয়া ময়লার বস্তায় ভরে পাচার করে দিয়ে থাকতে পারেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাস্তব, আজগুবি ও নিষ্ঠুর পরিহাস করেছেন, তার নিন্দা জানাবার ভাষা আমাদের নেই। দেশবাসী তার কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে; দায়িত্বহীন ও বিকৃত মানসিকতার মশকরা নয়। এমন একটি গুরুতর বিষয় নিয়ে এ ধরনের বিদ্রুপাত্মক উক্তি করে সরকার তার দায় এড়াতে পারে না।
আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ‘চোখ বেঁধে হাতকড়া পরিয়ে সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার পাঁচ দিন পরও’ তাকে আদালতে হাজির করা হয়নি বলে অভিযোগ করে বুলু বলেন, উপরন্তু সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা গ্রেপ্তারের কথাও অস্বীকার করে চলেছে। সালাহউদ্দিনের স্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এই উদ্বেগজনক ঘটনার ব্যাপারে রুল জারি করলেও সরকার সম্পূর্ণ নির্বিকার।
বিবৃতিতে বলা হয়, যতই সময় যাচ্ছে, সালাহ উদ্দিনের নিরাপত্তার ব্যাপারে উৎকণ্ঠা ততই বাড়ছে। কারণ এ সরকারের আমলে বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর অস্বীকার এবং গুম ও খুন করার ভয়ঙ্কর নজির স্থপিত হয়েছে। আবার গ্রেপ্তারের কথা অস্বীকারের পর নানা নাটক সাজিয়ে আটক দেখানোরও উদাহরণ রয়েছে।”
বিবৃতিতে বলা হয়, বহু রাজনৈতিক নেতা-কর্মীকে অপহরণ, গুম ও খুন করে তা হজম করতে করতে বর্তমান অবৈধ সরকারের দুঃসাহস এতটাই বেড়েছে যে, তারা ক্রমাগত ওপরের দিকে হাত বাড়াচ্ছে। সালাহউদ্দিন এদের নিষ্ঠুর দুঃসাহসিকতার সর্বশেষ দৃষ্টান্ত।
অনতিবিলম্বে সালাহউদ্দিনকে মুক্তি দেয়া কিংবা আদালতে হাজির করার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই নিতে হবে।
Jone Make liked this on Facebook.
Ahamed Alam liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Md. Babul Hossain Khan liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.