ফখরুল-রিজভী-ফালুর জামিন নামঞ্জুর

ঢাকা: রাজধানীর পল্টন, মিরপুর, ও যাত্রাবাড়ী থানার পাঁচটি পৃথক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুর জামিন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে ওই আদেশ দেন।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে ওই মামলাগুলো দায়ের করা হয়।

এ মামলাগুলোর জামিন আবেদনের শুনানি করেন অ্যাডভোকেট সানাউল্লা মিয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ প্রমুখ।

গত ৬ জানুয়ারি বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে এবং ১ ফেব্রুয়ারি রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করে ডিবি পুলিশ।

৫ thoughts on “ফখরুল-রিজভী-ফালুর জামিন নামঞ্জুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *