গুলিবিদ্ধ ফেনী জেলার জেড ফোর্সের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন সবুজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জেড ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর শিকদার।
এইসময় তিনি সবুজের চিকিৎসার খোজ খবর নেন। জনাব জাহাঙ্গীর শিকদার দৃঢ়কণ্ঠে বলেন, “গুলি হামলা মামলা করে গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না এবং হাসিনার পতনও ঠেকানো যাবে”।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেড ফোর্সের তারেক কবির, ইরানুল ইসলাম বিপ্লব,রুহুল আমিন, নাসিমুল গনি খান সহ আরও অনেকে।
জিখান/প্রবাসনিউজ