ঢাকা: আগামীকাল রোববার থেকে আবারো ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বিএনপির নতুন মুখপাত্র যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো এক বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল রোববার ভোর সকাল ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত সারাদেশে ৭২ ঘণ্টা হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী অবরোধ পালনের পাশাপাশি গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম, অন্যায়ভাবে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল আহ্বান করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন বুলু।
এদিকে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ার পর ওই নির্বাচনের প্রথম বছরপূর্তির পরদিন থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন চেয়ে টানা অবরোধ চালিয়ে আসছে বিএনপি জোট। জানুয়ারির শেষ দিক থেকে অবরোধের সঙ্গে যুক্ত হয়েছে হরতাল। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোতে সপ্তাহে দুই দফা করে হরতালের ডাক দিয়ে আসছে এ জোট। এ কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।
Md Nasir Khondaker liked this on Facebook.
Mizanur Rahman liked this on Facebook.
Sohag Rana liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Arafat Azizullah liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Najmul Islam Shohag liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.