ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হরতাল-অবরোধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
শনিবার বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অনুরোধ জানান।
খালেদা জিয়ার গতকালের সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
এসময় আশরাফ বলেন, ‘খালেদা জিয়া, আপনি যেটাই চান না কেন, গণতান্ত্রিক পরিবেশ ছাড়া কোনোদিন কোনো কিছুই সম্ভব নয়। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে এবং সরকারকে জিম্মি করে কোনো কিছু আদায় করাও যাবে না।’
তিনি বলেন, ‘মানুষ, পুলিশ, নারী, শিশু, দিনমজুর পুড়িয়ে মারা বন্ধ করলে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে। সে পরিবেশেই একমাত্র আলোচনা সম্ভব।’
মানুষ হত্যা কোনো গণতান্ত্রিক আন্দোলন নয় জানিয়ে আশরাফ বলেন, ‘বিএনপি-জামায়াত জোট বাংলাদেশে আইএসের মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায়।’
পেইজটিতে লাইক দিয়ে সাথে থাকুন। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ
https://www.facebook.com/Shohel.Milki?ref=hl
**সংকট সমাধানে “”
বেগম খালেদা জিয়ার ৬ দফা
১.২০ দলের গ্রফতার কৃত সকল নেতাকমীদের
মুক্তি ।
২.গুম খুন হত্যা বন্ধ ।
৩.নেতাকমীদের মিথাৎ মামলা প্রত্যাহার ।
৪.সকল হত্যাকাণ্ডের বিশ্বাসযাগ্য তদন্তের মাধ্যমে শাস্তি দিতে হবে ।
৫.সভা সমাবেশের ওপর থিকে বিঁধি নিষেধ প্রত্যাহার ।
৬.সকলের অংশগ্রহনে দ্রত সংলাপের মাধ্যমে
নির্বাচনের ব্যাবস্থা করতে হবে।ttps://www.facebook.com/pages/Mizanur-Rahman/570783553004824
Md Fahad Abdullah liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Sohag Rana liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.