নওগাঁয় বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ২০ জন।
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে জেলা শহরের নওহাটায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৯টার দিকে বরযাত্রীবাহী বাসটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে শহরের নওহাটায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। এসময় রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন যাত্রী নিহত হয়। আহত হয় আরো ২০ জন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সেখানে ছুটে আসে স্থানীয়রা। পুলিশ সদস্যদের সঙ্গে উদ্ধার কাজে যোগ দেয় তারা। এসময় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়।
Sarowar Islam liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Ilias Talukder Jcd liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.