ঢাকা : পি কে নিয়ে সমস্যা মিটতে না মিটতেই বাতাসে রটেছে আরও একটি খবর। ধর্ম নিয়ে আরও একটি ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
তবে এখানে একটি সূক্ষ্ম তফাৎ রয়েছে। পিকে-তে যেখানে প্রধানত হিন্দু ধর্মের কিছু কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে, সেখানে এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে থাকবেন এক মুসলিম মেয়ে। গোঁড়া পরিবার থেকে আসা এই মেয়েটির স্বপ্ন ছবিতে অভিনয় করবে। তার সেই স্বপ্নপূরণের পথে কীভাবে ধর্মের বাধা এসে পড়ে সে কাহিনী নিয়েই এগোয় ছবির গল্প। পি কে-র মতো হাই বাজেট নয়, এই ছবিটির বাজেট বেশ কম।
বিভিন্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী কেন্দ্রীয় চরিত্রের জন্যে নতুন মুখের খোঁজে ছিলেন আমির। তবে তিনি প্রাধান্য দিচ্ছেন অভিনয়কে। এই ছবিতে আমির খান শুধুমাত্র প্রযোজকের ভূমিকা পালন করবেন, নাকি পর্দার সামনেও তাঁকে দেখা যাবে, তা এখনো চুড়ান্ত হয়নি।
Sheikh Kamal liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Classic Rahman liked this on Facebook.
Muhammad Nurul Amin liked this on Facebook.
গুম আনিস liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.