জাবি ছাত্রের যৌন নিপীড়নের তথ্য ফাঁস!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নে অভিযুক্ত এক ছাত্রের আমলনামা ফাঁস করে দিয়েছে শাখা ছাত্রলীগের এক নেতা। অভিযুক্ত ছাত্র দর্শন বিভাগের ৩৯ তম ব্যাচের জাহিদ সুলতান লিখন। সে শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ আমলনামা ফাঁস করেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুন্ডু।

সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নেতা মিঠুন বলেন, লিখন শুধু একজন যৌন নিপিড়ক নয়, সে একজন চাঁদাবাজও। একটি জাতীয় দৈনিকের নাম ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন বলেও আভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত বছর শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট বিরোধী আন্দোলনের সময় লিখন মোটা অংকের চাঁদা দাবি করেন। পরে বাধ্য হয়ে তাকে দশ হাজার টাকা ও বসুন্ধরা সিটি থেকে একটি মোবাইল ফোন কিনে দেই। এছাড়াও প্রতিমাসে তার কাছ থেকে চাঁদা নেয় বলে দাবি করেন তিনি।

সম্প্রতি তার বান্ধবী এক ছাত্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করলে সে তাকে দেখে নেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র জানায়, অভিযুক্ত ছাত্র লিখন দর্শন বিভাগের ৩৯ তম ব্যাচের এক ছাত্রীকে বিভিন্ন সময় উক্ত্যক্ত করতো। পরে ওই ছাত্রী বাধ্য হয়ে যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগ করেন। যা এখনো বিচারাধীন রয়েছে।

এছাড়া ২০১২ সালের ৮ ডিসেম্বর দর্শন বিভাগের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মিঠুন কুমার কুন্ডু বলেন, ‘সে (লিখন) উদ্দেশ্যেপ্রেণোদিতভাবে সাংবাদিকদের দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের পায়তাঁরা চালাচ্ছে।’

অভিযুক্ত ছাত্র জাহিদ সুলতান লিখন চাঁদাবাজির বিষয় অস্বীকার করলেও সাংবাদিকদের কাছে যৌন নিপীড়নের বিষয়টি এড়িয়ে যান।

২ thoughts on “জাবি ছাত্রের যৌন নিপীড়নের তথ্য ফাঁস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *