রায়পুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ: চেয়ারম্যানসহ আহত ১৫

লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও স্থানীয় চর আবাবিল ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাসহ উভয় পক্ষের অন্ত্যত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অভ্যন্তরীণ কোন্দলের জেরে উপজেলার হায়দরগঞ্জ বাজারের উলফা বাহিনী ও চেয়ারম্যান সমর্থকদের মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ৯ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ প্রথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে ইউপি চেয়ারম্যানের অবস্থা গুরুতর।
এদিকে বিকালে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাকে দেখে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন ও থানার ওসি একেএম মনজুরুল হক আখন্দ।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. মইন উদ্দিন জানান, আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে বলে জানান তিনি। তবে এঘটনায় এখনও কেউ আটক হয়নি।

২ thoughts on “রায়পুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ: চেয়ারম্যানসহ আহত ১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *