বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখী হবে প্রতিবেশী ভারত। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ওই ম্যাচটি শুরু হবে। শুক্রবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ড ৩ উইকেটে জয়ী হওয়ায় ‘পুল-এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান দাঁড়ায় ৪-এ। আর ‘পুল বি’ গ্রুপের ম্যাচে ভারত শীর্ষস্থানে রয়েছে। আর বাংলাদেশের বিরুদ্ধে এ জয়ের ফলে গ্রুপ পর্বের ৬ ম্যাচের সবকয়টি ম্যাচেই জয় পেয়ে শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিদ্বন্দ্বী এখনো নিশ্চিত হয়নি। তবে আজকের ম্যাচে নিউজিল্যান্ড জয়ী হওয়ায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ প্রতিবেশী ভারতের মুখোমুখি হবে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে নিজেদের শক্তির কথা জানান দেয় টাইগাররা।
মঙ্গলবার বাংলাদেশের দেয়া ২৮৮ রানের জবাবে খেলতে নেমে ৭ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় পেয়েছে নিউজিল্যান্ড।
Mohammad Jabed liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Abu Jahed liked this on Facebook.
Abdul Kuddus Mizi liked this on Facebook.