ঢাকা: সিরিয়ায় চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ দিতে যাওয়ার সময় তুরস্কে শিশুসহ ইন্দোনেশিয়ার ১৬ নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ১১ শিশু, চার নারী ও এক পুরুষ রয়েছে। চলতি সপ্তাহে সীমান্তবর্তী গাজিয়ানতেপ শহর থেকে তাদের আটক করা হয়। ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী তেজো ইধি পুরাদিজান্তো বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
এদিকে ইন্দোনেশিয়া সরকার দাবি করেছে তুর্কি সীমান্তে পর্যটক দলের সঙ্গে থাকা তাদের আরও ১৬ নাগরিক নিখোঁজ রয়েছে।
তেজো ইধি পুরাদিজান্তো বলেন, ‘আমরা আরও তদন্ত করছি… তবে এটা পরিস্কার যে তারা ইসলামি শরীয়াহ অনুযায়ী আরও উন্নত জীবনযাপনের জন্য আইএসে যোগ দিতে যাচ্ছিল।’
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেত্মো মারুসুদি সাংবাদিকদের বলেছেন, তুর্কি কর্তৃপক্ষ চলতি সপ্তাহে ১৬ ইন্দোনেশিয়কে আটক করেছে। এদের অধিকাংশই শিশু ও নারী।
তিনি বলেন, ‘তারা সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়া যাওয়ার চেষ্টা করছিলো সে তথ্য আমাদের কাছে আছে।’
তুর্কি তদন্ত দলকে সহায়তা করতে ইন্দোনেশিয়া একটি দল পাঠাচ্ছে বলেও জানান তিনি।
মারুসুদি জানান, গত সপ্তাহে একটি পর্যটক দল থেকে নিখোঁজ হয়ে যাওয়া আরও ১৬ ইন্দোনেশিয় নাগরিকের খোঁজ এখনও পাওয়া যায়নি। তারা এখনও তুরস্কে রয়েছে নাকি সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়া চলে গেছে সে ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ কোন তথ্য দিতে পারেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
Md Kamrul Md Kamrul liked this on Facebook.
Md Rushu liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Bright Mahedi liked this on Facebook.