যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের লিডস শহরে সোহেল হোসেন (৩৩) নামের বাংলাদেশি বংশোদ্ভূত যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পশ্চিম ইয়র্কশায়ার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সময় সোমবার রাত নয়টার দিকে লিডসের বাঙালি অধ্যুষিত মার্কাম এভিনিউর হেয়ারনেস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা মান্নান হোসেন একজন ব্যবসায়ী। তিনি সোহেল হোসেনসহ ছয় সন্তান নিয়ে তিনি দীর্ঘদিন ধরে লিডসে শহরে বসবাস করছেন। বাংলাদেশে তাদের গ্রামের বাড়ি সিলেটের বিয়ানী বাজার।
স্থানীয়রা জানান, গুলিবিদ্ধ হবার পর সোহেল প্রাণ বাঁচাতে পার্শ্ববতী একটি গ্রোসারি শপে আশ্রয় নেন। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে তাকে লিডস জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের ডেপুটি চিফ ইন্সপেক্টর স্টিফেন জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। এরপর হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনাস্থলের পাশ্ববর্তী একটি রোড থেকে নিহতের গাড়ি উদ্ধার করেছে।
Md Azizul liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.