নগ্ন হয়ে ভোট ভিক্ষা মেয়র পদপ্রার্থী নেত্রীর!

আলোচনায় আসতে মানুষ কত কী না করে! সেলিব্রেটিরা তো সুযোগ পেলেই নগ্ন হয়ে মিডিয়ার দৃষ্টি কাড়তে ছাড়েন না। কেউ আবার বিশ্বকাপে নিজের দেশ জিতলে নগ্ন হবার ঘোষনা দেন। তাই বলে কোন নারী তার নিজের নগ্ন পোস্টার ছাপিয়ে ভোট ভিক্ষা করবেন- এ যেন ভাবাই যায় না। কাজটি করে হইচই ফেলে দিয়েছেন স্পেনের এক নারী রাজনীতিবিদ। তিনি পোস্টারে নগ্ন হয়ে ভোট চাইছেন জনতার কাছে।

স্পেনের বিবাও প্রদেশের পর্তুগালেতে শহরের মেয়র পদপ্রার্থী ইয়োলান্দা কৌসিরো মরিন নামে ওই নারী নেত্রী প্রচারের উপায় হিসেবে বেছে নিয়েছেন এক অভিনব পন্থা। তিনি দক্ষিণপন্থী দল ‘ক্লিন হ্যান্ডস’-এর হয়ে লড়ছেন। তার নগ্ন পোস্টারে ছেয়ে গেছে শহর। সেখানে দেখা গেছে সম্পূর্ণ নগ্ন ইয়োলান্দা দাঁড়িয়ে আছেন। দুই হাত দিয়ে ঢেকে রেখেছেন গোপনাঙ্গ। তার এই পোস্টারের প্রচার লাইন হলো, ‘রাজনীতিবিদরা আমাদের সম্পূর্ণ নগ্ন করে ছেড়ে দিয়েছে।’

ইয়োলান্দার বক্তব্য, এই ছবি শহরবাসীর চোখ টানবে। এবং মানুষের মনে বামপন্থিদের বিকল্প হিসেবে তার দলই প্রতিষ্ঠা পাবে।

প্রসঙ্গত, স্পেনে ২০০৬-এ অ্যালবার্ট রিভেরা নামে এক রাজনৈতিক নেত্রী নতুন দল প্রতিষ্ঠার সময় একইভাবে নিজের নগ্ন পোস্টারকেই প্রচারের হাতিয়ার করেছিলেন।

৩ thoughts on “নগ্ন হয়ে ভোট ভিক্ষা মেয়র পদপ্রার্থী নেত্রীর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *