পৃথিবীর নানা দেশের সরকার এমন কিছু নিষেধাজ্ঞা জারি করেছে, যা শুনলে অবাক হতে বাধ্য।
সেরকমই কয়েকটি নিষেধাজ্ঞার উদাহরণ রইল পাঠকদের জন্য। আসুন একটু হাসাহাসি করা যাক।
১. দক্ষিণ-পূর্ব আফ্রিকার খুব ছোট্ট একটি দেশ বুরুন্ডি। গত বছর মার্চে বুরুন্ডিতে জগিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সেদেশের সরকার। ওই নিষেধাজ্ঞায় বলা হয়, ভোরবেলা জগিং করতে বেরোলে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তখন বুরুন্ডিতে রাজনৈতিক অস্থিরতা চলছিল। সরকারের ধারণা হয়, যুবকরা একসঙ্গে ভোরবেলা জগিং করলে সরকারবিরোধী অশান্তি হতে পারে। অনেকটা আমাদের দেশের মোটরসাইকেলে আরোহী নিয়ে চলার নিষেধাষ্ণার মত বিষয়টি।
২. বড় চুল অনেক পুরুষেরই স্টাইল স্টেটমেন্ট। কোনো পুরুষ বড় চুল রাখলে, ইরানে না-যাওয়াই তার পক্ষে ভালো। ২০১০ সালে ইরান সরকার একটি নির্দেশিকায় জানিয়ে দেয়, কোনো পুরুষ বড় চুল রাখতে পারবেন না। এমনকি পুরুষরা কী রকম চুল রাখবেন, তার একটি তালিকাও তৈরি করে দেয় সরকার।
৩. ফরাসি রান্নার স্বাদ অটুট রাখতে, ফ্রান্সের সরকার সম্প্রতি টমেটো কেচাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ফ্রান্স সরকারের দাবি, ফরাসি রান্না টমেটো কেচাপ দিয়ে খেলে, তার ঐতিহ্যবাহী ফরাসি স্বাদ নষ্ট হয়ে যায়। তাই কোনো রেস্তোরাঁয় কেচাপ রাখা যাবে না।
৪. চিউইং গাম ফুলিয়ে বাবল বানিয়ে ফাটানো অনেকের কাছেই বেশ একটা কেরামতির ব্যাপার। কিন্তু সিঙ্গাপুরে ১৯৯২ সাল থেকেই চিউইং গামের উপর নিষেধাজ্ঞার খাঁড়া ঝুলছে। কারণ ১৯৯২ সালে সরকারি পরিবহণকে বিপাকে ফেলতে দেশের একাংশ বিক্ষোভকারী চিউইং গাম চিবিয়ে ট্রেন, বাসের সিটে, দরজায় আটকে রাখা শুরু করে।
৫. উত্তর কোরিয়ায় ব্লু অর্থাৎ নীল রঙের জিনস বন্ধ করে দিয়েছে সেদেশের সরকার। উত্তর কোরিয়া সরকারের বক্তব্য, মার্কিন আগ্রাসনের চিহ্ন ব্লু জিনস।
৬. না, পর্ন ফিল্মের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই অস্ট্রেলিয়ায়। কিন্তু পর্নফিল্মের নায়িকার যদি স্তনদ্বয় ছোট আকারের হয়, তাহলে সেই পর্ন ভিডিয়োয় নিষেধাজ্ঞা জারি করে দেয় অজি সরকার। অস্ট্রেলিয়া সরকারের বক্তব্য, যে সব পর্নস্টারের স্তনদ্বয় ছোট, তাদের ভিডিও দেখলে দেশে শিশু যৌন নিগ্রহ বাড়তে পারে।
৭. ভালো না খারাপ পদক্ষেপ, তা পাঠকের বিচার্য। তবে চীন সরকার ২০০০ সাল থেকে ভিডিও গেমস-এর নিষেধাজ্ঞা জারি করেছে। সরকারের দাবি, এই সব গেম খেললে, ছাত্রদের সময় নষ্ট হয়।– ওয়েবসাইট
Md Azizul liked this on Facebook.
Syed Salim liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.
Bright Mahedi liked this on Facebook.