কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের (কলা ও সমাজবিজ্ঞান অনুষদ) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার তৃতীয় অপেক্ষামান তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞান শাখা থেকে মেধাক্রম ২০১ থেকে ৩৫০ পর্যন্ত সাক্ষাৎকার ১২ মার্চ বৃহস্পতিবার ও ১৫ মার্চ রোববার। এই দুই দিনে নেয়া হবে এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে মেধাক্রম ১২১ থেকে ৩৫০ পর্যন্ত সাক্ষাৎকার ১৫মার্চ রোববার নেয়া হবে।
উভয় শাখার সাক্ষাৎকার সকাল ৯:৩০ থেকে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত হবে। বি ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মুহাম্মাদ সোহরব উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিয়টি জানান।