টাকা চোর পরীমনি!

টাকা চুরি করেন পরীমনি! আর সেটা নিয়মিতই। তবে তা অন্য কারও নয়, নিজের বাবার পকেট থেকে। সেই টাকা দিয়ে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখেন। এমন খবর শোনার পর এ অভিনেত্রীর অনেক ভক্তেরই মাথায় হাত উঠতে পারে। তবে বাস্তব জীবনে নয়, সিনেমায় এমন এক চরিত্রে অভিনয় করছেন এ নায়িকা।

রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয় রেশমাকে। পরে সে ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মিত হয় ‘রানা প্লাজা’ নামে। সেই ছবিতে গার্মেন্টকন্যা রেশমার চরিত্রে দূর্দান্ত অভিনয় করে ফিল্মপাড়ায় সাড়া ফেলে দেন পরীমনি। ছবিটি এখনও মুক্তি না পেলেও এর অসাধারণ সব গান ও মিডিয়ার বদৌলতে তা মানুষের মুখে মুখে। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই গার্মেন্টকন্যা, মহুয়া সুন্দরী, কলেজছাত্রী- এমন দুই ডজন চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। এবার হচ্ছেন চেয়ারম্যানের টাকা চোর দস্যি মেয়ে।

গত মঙ্গলবার শুরু হয়েছে ‘আমার প্রেম আমার প্রিয়া’ চলচ্চিত্রটির শুটিং। এতে পরীমনি ছাড়াও অংশ নিয়েছেন নায়ক আরজু খান, মিশা সওদাগর ও আলী রাজ। গাজীপুরে হোতাপাড়ার খতিবখামার বাড়িতে এই শুটিং শুরু হয়। আজও শুটিং চলছে সেখানে।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘ছবিতে আমি একজন চেয়াম্যানের মেয়ের চরিত্রে অভিনয় করছি। সেখানে আমি বাবার টাকা চুরি করে সিনেমা দেখি আর সেটা সবাইকে বলে দেয় নায়ক আরজু। এর জের ধরে তার সঙ্গে আমার শত্রুতা শুরু হয়। শেষ পর্যন্ত আমার শত্রু নায়ক আরজুর সঙ্গে বন্ধুত্ব হয়।’

জানা গেছে, গ্রামের একজন চেয়ারম্যান ও নাপিতের ছেলের মধ্যে এক ধরনের শত্রুতা নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প। ঠিক শত্রুতা বলা যাবে না, এখানে একটি ঘটনা রয়েছে। চেয়ারম্যান ত্রাণের সামগ্রী চুরি করে আর ওই সামগ্রীই আবার চুরি করে আরজু এবং সে সেটা বিলিয়ে দেয় এলাকার উন্নয়নমূলক কাজে। চেয়ারম্যান জানেন চুরি আরজু করছে কিন্তু কোনো প্রমাণ নেই। গ্রাম্য সালিশে যখন প্রমাণ করতে চায় তখন আরজু মোবাইল ফোনসেটে ভিডিও দেখায় যে চেয়ারম্যানের মেয়ে টাকা চুরি করে সিনেমা দেখে। এই থেকে শুরু হয় পরী আর আরজুর যুদ্ধ।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানের মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিটির প্রথম পর্যায়ের শুটিং চলবে টানা ৩০ মার্চ পর্যন্ত। হোতাপাড়া ছাড়াও ছবিটির শুটিং হবে পূবাইলের বিভিন্ন স্থানে। ছবিটিতে পরীমনি ও আরজু ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *