বর্তমান ফুটবলের জীবন্ত কিংবদন্তী বার্সেলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। দেশের হয়ে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা না হলেও বার্সালোনার হয়ের মাঠের ফুটবলে সফল এ স্ট্রাইকার। ইতিমধ্যে ৪ বার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার ঘরে তুলেছেন এ আর্জেন্টাইন খুদে ফুটবলার। যা আগে কেউ পারেনি। ব্রাজিলেরর দ্য ফেনোমেনন খ্যাত রোনালদো ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার জিনেদিন জিদান দ্বিতীয় সর্বোচ্চ ৩ বার এ পুরস্কার ঘরে তুলেছেন।
কিন্তু বার্সেলোর হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠা কীভাবে সম্ভব হলো খুদে ফুটবলার মেসির পক্ষে? প্রথমবারের মতো এসব নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি। জানালেন তার অন্তরে ‘জুয়ার প্রবৃত্তি’ রয়েছে। যা তাকে ফুটবল মাঠে সফল করেছে।
গত মাসে দুইবার একটি ক্যাসিনোর বাইরে দেখা গিয়েছিল মেসিকে। এ নিয়ে শুরু হয় বিতর্ক। এই ঘটনার পরই এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বললেন তার গোপন কথা। আর্জেন্টাইন তারকা বলেন, ‘মানুষ মনে করেন আমার ফুটবল খেলার ক্ষমতাটা আসে ভেতর থেকে। আমি জানি না, এটা সত্যিই কি না। তবে এ কথা সত্যি যে, আমার মধ্যে জুয়া খেলার প্রবৃত্তি রয়েছে। ফলে অমি ঝুঁকি নিতে পছন্দ করি।’
তিনি আরও বলেন, ‘বার্সেলোনায় আমার ব্যক্তিগত জীবনে ঢুকে কেই আমাকে বিরক্ত করে না। আর আমি এটা পছন্দও করিনা। তাছাড়া ব্যক্তিগত জীবন, ছুটি কাটানো-এ সব তো আমার অধিকারের মধ্যে পড়ে।
Imtiaz Dibos liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mahmudul Hasan liked this on Facebook.
Jone Make liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Bright Mahedi liked this on Facebook.