লক্ষ্মীপুর থেকে বুধবার অপহৃত যুবদল নেতা মো. ইস্রাফিলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে নোয়াখালীর চাটখীল এলাকার দক্ষিণ টেলিয়াই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রণজিৎ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইস্রাফিলের মরদেহ উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইস্রাফিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি কাশিপুর গ্রামের মুকবল হোসেনের ছেলে।
ইস্রাফিলের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন বশিকপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদ।
বুধবার নিজ গ্রাম থেকে ইস্রাফিলকে অপহরণ করা হয়। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার রাতে কাশিপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে কথাবার্তা বলছিলেন ইস্রাফিল। হঠাৎ অজ্ঞাত কয়েক সন্ত্রাসী সেখানে হাজির হয় এবং এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ইস্রাফিল ও সোহাগ নামে এক পথচারী গুলিবিদ্ধ হন। পরে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ ইস্রাফিলকে তুলে নিয়ে যায়।
এ ঘটনার পর গুলিবিদ্ধ সোহাগ ও তার ভাই জামাল উদ্দিনকে আটক করে পুলিশ। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই রণজিৎ কুমার বুধবার জানান, ইস্রাফিলের সন্ধানে অভিযানে নেমেছে পুলিশ।
কে বা কারা ইস্রাফিল হত্যায় জড়িত সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
তবে ইস্রাফিলের চাচা আবদুল মান্নানের অভিযোগ, ইস্রাফিল বিএনপির রাজনীতি করার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
Sarowar Islam liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.