ঢাকা: ৩৪২ রানের লক্ষ্য আর আমিরাতের জন্য অনেক বড়ই। প্রতিপক্ষ যদি হয় দক্ষিণ আফ্রিকার মত দল, তাহলে তো কথাই নেই। এতবড় রান তাড়া করতে নেমেও অবশ্য খুব বেশি ভীতু হয়ে পড়েছে আরব আমিরাত, তা কিন্তু নয়। লড়াই করছে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে। যদিও কিছু হারানোর ভয় না থাকার কারণে শুরুতেই কয়েকটি উইকেট হারিয়ে বসেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
আমজাদ আলি আর অ্যান্ডি বেরেঙ্গার মিলে শুরুতে ২৯ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু মরনে মরকেলের বলে রিলে রুশোর অবিশ্বাস্য এক ক্যাচে পরিণত হয়ে ফিরে যান আরব আমিরাতের ওপেনার অ্যান্ডি বেরেঙ্গার। এরপর খুরররম খানকে নিয়ে ভালোই খেলছিলেণ আমজাদ আলি। কিন্তু হঠাৎই ঝড় ওঠে। জে পি ডুমিনি আর মরনে মরকেলের বলে ৪৫ রানের মাথায় আরও ২ উইকেট হারায় আরবরা। আউট হয়ে যান দুই সেট ব্যাটসম্যান আমজাদ এবং খুররম।
এ রিপোর্ট লেখার সময় আরব আমিরাতের রান ৩ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৫১ রান। সাইমান আনোয়ার ৩ এবং স্বপ্নিল পাতিল রয়েছেন ৩ রানে।
Papon Prova liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Md Rushu liked this on Facebook.