বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করা হয়। তবে সালাহ উদ্দিন আহমেদকে আটকের বিষয়টি অস্বীকার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিবৃতিতে নজরুল ইসলাম খান বলেন, গতকাল (মঙ্গলবার) রাত ১০টার পর পুলিশ, ডিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর ২০-২৫ জনের একটি দল বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদকে উঠিয়ে নিয়ে গেছে। একই সাথে বাসার একজন পুরুষ ও একজন নারীকর্মীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
এর পর থেকে পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে সালাহ উদ্দিন আহমেদের যোগাযোগ বিচ্ছিন্ন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত তাঁকে আদালতে হাজির করা হয়নি, এমনকি গ্রেপ্তারের কথাও আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রকাশ করা হয়নি।
এতে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান নজরুল ইসলাম খান।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’
ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গ্রেপ্তারের পর থেকে সালাহ উদ্দিন আহমেদ দলের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছিলেন।
Mizanur Rahaman liked this on Facebook.
Khan Raihan liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.
Riajul Islam Riaj liked this on Facebook.