রাজধানী দয়াগঞ্জে হরতাল সমর্থকদের মিছিল

রাজধানীর দয়াগঞ্জে হরতাল সমর্থনে বিএনপির আন্দোলন সংগ্রাম কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বুধবার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় হরতাল সমর্থকেরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। মিছিলটি রাস্তা প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালীন সময়ে পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়।
মিছিলটিতে অংশ নেন আন্দোলন সংগ্রাম কমিটির বিএনপির নাসিমুল গনি খান , শ্রমিক দলের আরিফুজ্জামান প্রিন্স, স্বেচ্ছাসেবক দলের ওমর মোতালেব টিটু, ছাত্রদলের এ,জেড খান তানভীর, জেড ফোর্সের কামরুল ইসলাম সুমন, জাসাস এর রিপন দাসের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীবৃন্দ।
পরে দয়াগঞ্জের ঐ এলাকায় কে বা কারা গাড়ী ভাংচুর করে ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

unnamed (4)
unnamed

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *