সেই গানের মুখরীত ছন্দের মতই বলতে হয়… আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ, শুভেচ্ছা তোমায়, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উচ্ছল দিন কামনায়, আজ জন্মদিন তোমার।
আজ জনপ্রিয় সংগীত শিল্পী মনিফা মোস্তাফিজ মন এর শুভ জন্মদিন। আজকের এই দিনে (১১ মার্চ) রংপুরের মিঠাপুকুরে জন্ম গ্রহণ করেন মন। বর্তমানে মন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মন ২০০৯ সালের “চ্যানেল আই ক্ষুদে গানরাজ” এবং “সুর দরিয়া বাঘা গাইন” এর ফাইনালিস্ট।
সংগীত পরিবারেই মন এর জন্ম। বাবা একেএম মোস্তাফিজুর রহমান বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক এবং বাংলাদেশের ভাওয়াইয়া গানের বিশিষ্ট সংগঠক, শিল্পী এবং গবেষক। মা সালমা মোস্তাফিজ বেতার ও টেলিভিশনের শিল্পী এবং বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী সাহসের একমাত্র ছোট বোন।
মন এর দুটো ভিসিডি বাজারে বেশ জনপ্রিয়। “মুই রংপুরের চেংড়ি” শীর্ষক ভাওয়াইয়া গানের ভিসিডির গানগুলো উত্তরাঞ্চলের মানুষের মুখে মুখে এখনো। তার আধুনিক গানের ভিসিডির শিরোনাম- “বন্ধু তুমি কই”। ভাওয়াইয়া ছাড়াও সে রবীন্দ্র ও নজরুল সংগীত, আধুনিক গান, লালন গীতি, পল্লীগীতির মত গানের নানা শাখায় স্বাচ্ছন্দে বিচরণ করছে।
তাছাড়া বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী সাহস মোস্তাফিজ এর একমাত্র বোন “মন” সম্প্রতি প্রকাশিত “সাহস রিটার্নস” এর একটি ডুয়েট গানেও কন্ঠ দিয়েছেন। প্রজাপতি সুর নামে এ গানটি ইউটিউবসহ অন লাইন মাধ্যমেও শোনা যাচ্ছে।
উল্লেখ্য বাংলাদেশ ছাড়াও ভারতে সংগীত পরিবেশন করেছেন মন। শিল্পী মন এর জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুগম হোক তোমার আগামীর পথচলা।
Abul Kashem liked this on Facebook.
একটু শান্তি চাই liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.