বুধবার ভোর ৫টায় লাগা এই আগুন ছড়িয়ে পড়েছে সেখানকার পাশ্ববর্তী একটি শ্রমিক কলোনীতেও।
ইউনিক এলাকায় জিএসএম এ্যাপারেলসের পাশে স্থানীয় ঝুট পল্লীর ব্যবসায়ী কাঞ্চনের মালিকানাধীন গোডাউন থেকে এই আগুনের সুত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রোল সেন্টার থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানানো হয়েছে, শিল্পাঞ্চলের ইউনিক এলাকায় জিএসএম এ্যাপারেলসের পাশে স্থানীয় ঝুট পল্লীতে ব্যবসায়ী কাঞ্চনের মালিকানাধীন ঝুটের গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে ঝুট পল্লীর আরো একটি গোডাউনে। কিছুসময়ের মধ্যে আগুন ছড়িয়ে যায় পাশ্ববর্তী একটি শ্রমিক কলোনীতেও।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক কলোনীর আগুন নিয়ন্ত্রনে আনে। ডিইপিজেড ফায়ার ষ্টেশনের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, এক সঙ্গে কয়েকটি ঝুট গোডাউন এবং পাশ্ববর্তী শ্রমিক কলোনীতে আগুন লা
Nawas Morshad liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.