বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠটাও দেখালেন বোল্ট

আগামী শুক্রবার হ্যামিল্টনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

গত সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশের খেলোয়াড়রা এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী। নিউ জিল্যান্ডের বিপক্ষেও ভালো খেলার প্রত্যয় তাদের।

এ ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজাদের প্রেরণা যোগাচ্ছে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ জয়। ওই দুই সিরিজের একটিতে ৪-০তে জয় পায় বাংলাদেশ। সবশেষটি তারা জেতে ৩-০ ব্যবধানে।

এই ম্যাচের আগে নিউ জিল্যান্ডেরও প্রেরণা খোঁজার উৎস আছে। সবশেষ দুটি নিউ জিল্যান্ড সফরে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। ২০০৭ ও ২০১০ সালে দুই সিরিজে খেলা ৬টি ওয়ানডের সবকটিতে বাংলাদেশকে হারিয়েছে তারা।

হ্যামিল্টনে দলের অনুশীলন শেষে বোল্ট বলেন, “নিজেদের মাঠে আমাদের সাফল্য আছে এবং ওইখানে (বাংলাদেশ) সফরে আমরা কিছুটা লড়াই ভুগেছি।”

২ thoughts on “বাংলাদেশকে মুদ্রার উল্টো পিঠটাও দেখালেন বোল্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *