আগামী শুক্রবার হ্যামিল্টনে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
গত সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশের খেলোয়াড়রা এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী। নিউ জিল্যান্ডের বিপক্ষেও ভালো খেলার প্রত্যয় তাদের।
এ ক্ষেত্রে মাশরাফি বিন মুর্তজাদের প্রেরণা যোগাচ্ছে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ জয়। ওই দুই সিরিজের একটিতে ৪-০তে জয় পায় বাংলাদেশ। সবশেষটি তারা জেতে ৩-০ ব্যবধানে।
এই ম্যাচের আগে নিউ জিল্যান্ডেরও প্রেরণা খোঁজার উৎস আছে। সবশেষ দুটি নিউ জিল্যান্ড সফরে কোনো ম্যাচ জেতেনি বাংলাদেশ। ২০০৭ ও ২০১০ সালে দুই সিরিজে খেলা ৬টি ওয়ানডের সবকটিতে বাংলাদেশকে হারিয়েছে তারা।
হ্যামিল্টনে দলের অনুশীলন শেষে বোল্ট বলেন, “নিজেদের মাঠে আমাদের সাফল্য আছে এবং ওইখানে (বাংলাদেশ) সফরে আমরা কিছুটা লড়াই ভুগেছি।”
Jahangir Kabir liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.