রিমান্ডে অসুস্থ মান্না হাসপাতালে

ঢাকা: গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রিমান্ডে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়েছে।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বাংলামেইলকে জানান।

তিনি জানান, হাসপাতালে আনার পর মান্নার ইসিজি করা হয়। তবে তেমন কোনো সমস্যা ধরা পড়েনি। এখন তাকে হাসপাতালেই রাখা হবে কি না সে ব্যাপারে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র অবস্থানরত বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে রাজনৈতিক বিষয়ে মান্নার ফোনালাপ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর মধ্যে সেনা বাহিনীকে বিদ্রোহে উসকানি দেয়া এবং রাষ্ট্রদ্রোহের আলাদা মামলায় ২০ দিনের রিমান্ডে রয়েছেন তিনি। ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

১২ thoughts on “রিমান্ডে অসুস্থ মান্না হাসপাতালে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *