ঢাকা: রাজধানীর আবদুল গণি রোডে অবস্থিত বিদ্যুৎ অফিসে টেন্ডার জমা নিয়ে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছেন। এ সময় গুলির ঘটনাও ঘটে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভবনের নিচ তলার পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে বলে বাংলামেইলকে জানিয়েছেন শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
সূত্র জানিয়েছে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডিপিডিসি) এর দুইটি কাজের দরপত্র জমার শেষ দিন ছিল আজ বেলা ১২টা। তার পূর্বেই সংঘর্ষ শুরু হয়। ৪২ লাখ ও ৩৩ লাখ টাকার দু’টি কাজ হলো তেজগাঁও ও মাদারটেক এলাকার ডিপিডিসি বিদ্যুৎ উপকেন্দ্রের (সাবস্টেশন) ঊর্ধ্বমুখি সম্প্রসারণ সংক্রান্ত।
জানা গেছে, দরপত্র জমা দেয়ার সময় একপক্ষ আরেক পক্ষকে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এতে উভয়পক্ষের তিনজন আহত হন। এরমধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন- মো. মামুন (৩০)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া সংঘর্ষের সময় এক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিটি নিচ তলার পার্কিংরত বিদ্যুৎ বিভাগের অতিরিক্তি সচিব আহমেদ কায়কাউসের গাড়িতে আঘাত করে। তবে গাড়িতে তখন কেউ ছিল না।
এদিকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম।
Fenicollege Chatrodol liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Humayun Kabir liked this on Facebook.
Mohammed Anam liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Shaikh Azzad liked this on Facebook.
Anamul Md Anamul liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.