নিজামীর মামলার সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার সারসংক্ষেপ আগামী ৩১ মার্চের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।নিজামীর মামলার সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ উভয়পক্ষকে (রাষ্ট্র ও আসামিপক্ষ) এ সময়ের মধ্যে মামলার সারসংক্ষপ জমা দেয়ার নির্দেশ দেন।

এর আগে গত বছরের ২৯ অক্টোবর একাত্তরে বুদ্ধিজীবী হত্যা,গণহত্যা,ধর্ষণ,লুণ্ঠন,অপহরণ ও নির্যাতনসহ ৮টি অভিযোগ প্রমাণ হওয়ায় একাত্তরে আল-বদর বাহিনীর প্রধান ও জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের তৎকালীন সভাপতি মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

উল্লেখ্য,২০১০ থেকে মতিউর রহমান নিজামী কারাগারে আটক রয়েছেন।

৪ thoughts on “নিজামীর মামলার সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *