বাড়ি এসে হামলা করে গেল উত্ত্যক্তকারীরা

সিলেট নগরীর টিলাগড় মিরাপাড়ায় উত্যক্তের প্রতিবাদ করায় হামলা চালিয়েছে উত্ত্যক্তকারী ও তার সাঙ্গপাঙ্গরা। হামলায় উত্ত্যক্তের শিকার মেয়ে ও মেয়ের বাবাসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।

সোমবার বেলা পৌনে ১টার দিকে লামাপাড়া বোরহান উদ্দিন আবাসিক প্রকল্পে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টিলাগড় এলাকার জামাল, মুহিব ও সাব্বিরের নেতৃত্বে ২০-২৫ জন যুবক বোরহান উদ্দিন আবাসিক প্রকল্পের একটি কলোনিতে গিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালান। তারা কলোনি লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করেন। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যান।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘ওই কলোনির এক মেয়েকে জামাল নামের এক ছেলে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এ নিয়ে মেয়ের বাবা একদিন জামালকে শাসান। এর জের ধরে সোমবার জামাল তার সহযোগীদের নিয়ে কলোনিতে মেয়ের বাসায় হামলা চালান।’

ওসি সাখাওয়াত আরো বলেন, ‘জামাল ও তার সহযোগীরা মেয়ে ও তার বাবাকে মারধর করে এবং কলোনিতে ভাঙচুর করেন। এতে কয়েকজনকে আহতবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যান। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

৬ thoughts on “বাড়ি এসে হামলা করে গেল উত্ত্যক্তকারীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *