চট্টগ্রাম: মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আহসান উল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো.মশিউর রহমান চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ ফেব্রুয়ারি নগরীর টাইগারপাসে বাসে আগুন দেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকিম ইবনে মিনান বলেন, ‘আহসান উল্লাহকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল পুলিশ।শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।’
প্রসঙ্গত গত শনিবার দিনগত রাত দুইটার দিকে নগরীর হালিশহর থেকে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আহসান উল্লাহকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
Md Azizul liked this on Facebook.
Manzur Ahmed liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.