আসছে অবরোধ-হরতালের বিকল্প কর্মসূচি

ঢাকা: বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালের বিকল্প হিসেবে নতুন কর্মসূচি আসছে। নতুন এই কর্মসূচি জনগণকে জানাতে আগামী সপ্তাহে যে কেনো সময় সংবাদ সম্মেলন করতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে যে কোনো দিন বেগম খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন। চলমান আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে নামার আহ্বান জানাবেন তিনি।

এছাড়া, আন্দোলনে যেসব নেতাকর্মী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন তাদের স্বজনদের সহযোগিতার আশ্বাস দেবেন বলেও জানা গেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বাংলামেইলকে বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত আমি কিছুই জানি না। তবে ম্যাডাম সংবাদ সম্মেলন করলেও করতে পারেন। সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়।’

১৩ thoughts on “আসছে অবরোধ-হরতালের বিকল্প কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *