এখন তো সেলফির যুগ৷ ফেসবুক সহ একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খুললেই দেখা যায় নানা ধরনের হরেক মুডের সেলফি ছবি৷কিন্তু সব সময় সব সেলফি ভালো হয় না৷ ভালো সেলফি তুলতে হলে কিছু টেকনিক অবলম্বন করা প্রয়োজন৷টেকনিক ঠিক ঠিক অনুসরণ করলেই খুব সহজে ভালো সেলফির অধিকারী হবেন আপনিও৷ তেমনই কিছু সেলফি টেকনিক বাতলাচ্ছি আমরা৷
মেকআপের ব্যাপারে সাবধান থাকুন
সেলফিতে মুখের একেবারে সামনে থেকে ছবি তোলা হয়৷ সেইজন্য মেক আপের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে৷এমনভাবে মেক আপ করতে হবে, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই৷অতিরিক্ত মেক আপে আপনি কোনো দিন ভালো সেলফি তুলতে পারবেন না৷ তাই মেকআপ করার সময় সতর্ক থাকতে হবে৷
ব্যাকগ্রাউন্ডে নজর দিন
অনেক সেলফিতে দেখা যায়, আপনাকে সুন্দর দেখাচ্ছে বটে, কিন্তু সেলফির ব্যাকগ্রাউন্ডটি খারাপ৷এই কারণে পুরো সেলফিটিই নষ্ট হয়ে যায়৷ তাই সেলফি তোলার আগে ব্যাকগ্রাউন্ডটি ঠিকঠাক আছে কি না, সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে হবে৷
নিজেকে স্লিম দেখানোর কৌশল খাটান
আপনার ওজন যদি বেশি হয়, তাহলে আপনাকে ছবিতে রোগা দেখানোর কৌশলটি শিখতে হবে৷ আপনার ওজন যদি বেশি হয়, অর্থাৎ আপনি যদি মোটা হন, তাহলে কিন্তু কখনই ভালো সেলফি উঠবে না৷ সেক্ষেত্রে সেলফিতে নিজেকে রোগা দেখানোর জন্য একটু উপর (মাথার উপর দিকে মোবাইল রেখে) থেকে ছবি তুলতে পারেন৷ ছবি উঠলে দেখবেন, আপনাকে অনেক বেশি রোগা দেখাচ্ছে৷
আলোর ব্যবস্থা করুন
মুখের উপর আলো না পড়লে একেবারেই সুন্দর দেখাবে না সেলফি৷সকালের আলো অথবা বিকেলে সূর্য অস্ত যাওয়ার ঠিক আগের মুহূর্তের সূর্যালোক বা ‘কনে দেখা আলো’ সেলফি তোলার জন্য একেবারে আদর্শ৷
মানানসই মুখভঙ্গি
সেলফি মানেই মুখ বিকৃত করা নয়৷ আগে দেখে নিন, মুখের ঠিক কোন ভাবে আপনাকে বেশি মানায়৷ তবে সেলফি তোলার সময় চুপচাপ না থেকে, একটু অন্য রকম করা, যেমন সারপ্রাইজ হওয়ার ভঙ্গি, কিংবা একটু জিভ বের করে মজা করা, এগুলি আপনি করতেই পারেন৷- ওয়েবসাইট।