ঢাকা: ইংল্যান্ডের বিপক্ষে তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন ইমরুল কায়েস। সঙ্গে খেলতে পারেন একজন বাড়তি স্পিনারও। আর সেটা হলে আরাফাত সানির খেলার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজাই এমন ইঙ্গিত দিয়েছেন রোববার। তার ভাষায়, ‘অবশ্যই সে (ইমরুল) খেলতে পারে। আমি মনে করি সে আত্মবিশ্বাসের সঙ্গেই খেলবে। এটা তার জন্য দারুন এক সুযোগ। বিশ্বকাপ দলে ছিল না সে। এই সময় দলে ওর থাকার সম্ভাবনাও ছিল না। কিন্তু এখন সে সুযোগ পেয়েছে। কাজেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে ভাল করবে।’
আগের ম্যাচগুলোতে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ছিলেন কেবল সাকিব আল হাসান। সঙ্গে মাহমুদুল্লাহ। তাই ডাগ আউটে বসে বসে সময় কাটিয়েছেন আরাফাত সানি ও তাইজুল ইসলাম।
স্কটল্যান্ড ম্যাচে পেসারদের খরুচে বোলিংয়ে পর জোরেশোরে উঠেছে একজন বাড়তি স্পিনার খেলানোর বিষয়টি। ব্যাপারটি মাথায় নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।
মাশরাফিও বলে দিলেন, কন্ডিশন বিবেচনায় দলে একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। তিনি বলেন, ‘টিম কম্বিনেশন এবং কন্ডিশন বিবেচনায় একজন বাড়তি স্পিনার খেলানো হতে পারে। আমিও মাঠে মাঝে মাঝে একজন বাড়তি স্পিনারের প্রয়োজন অনুভব করেছি। কিছু কিছু ক্ষেত্রে এটা স্যুট করে না কিংবা কন্ডিশন স্পিনবান্ধব থাকে না। তবে আমরা চেষ্টা করবো আমাদের সেরা দল নিয়ে মাঠে নামতে।’
মোঃ শহিদুল আলম liked this on Facebook.
MD Masud Rana liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
এম শাহীন আলম liked this on Facebook.