ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ হত্যার তদন্ত নিয়ে আলোচনা করতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে ঢোকার কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে গেছেন এফবিআই প্রতিনিধিদলের সদস্যরা।
রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে এফবিআই প্রতিনিধিদলের চার সদস্য গোয়েন্দা কার্যালয়ে প্রবেশ করেন। ১৪ মিনিট অবস্থানের পর ১১টা ৫২ মিনিটে বেরিয়ে যান তারা।
জানা যায়, অভিজিৎ হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম, মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায়সহ ঊর্ধ্বতনদের সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল আজ। কিন্তু আলোচনা না করেই তারা কেন বেরিয়ে গেলেন তা জানা যায়নি।
বুধবার ঢাকায় আসার পর গত বৃহস্পতিবার গোয়েন্দাদের সঙ্গে ২ ঘণ্টা বৈঠক করেন এফবিআই প্রতিনিধিরা।
আর শুক্রবার গোয়েন্দা পুলিশদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এসময় তারা হত্যার আলামতও সংগ্রহ করেন।
ওই সময় মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণের ডিসি কৃষ্ণপদ রায় তাদের সঙ্গে ছিলেন। তিনি ঘটনার তদারকি করছেন।
কৃষ্ণপদ রায় তখন বলেন, ‘এফবিআই মূলত সহায়তা দেয়ার জন্য বাংলাদেশে এসেছে।’ সম্মিলিতভাবে কাজ করে দ্রুত ঘটনার রহস্য উন্মোচন ও খুনিদের ধরার বিষয়ে আশা করেন তিনি।
Md Fahad Abdullah liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.