৭ই মার্চ কালোদিবস, বাংলাদেশের গনতন্ত্রকে চীরতরে হত্যা করার জন্য জননেতা তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিলো

জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদার বলেন, ৭ই মার্চ কালোদিবস । এই দিনে বাংলাদেশের গনতন্ত্রকে চীরতরে হত্যা করার জন্য মইনুদ্দিন, ফখরুদ্দিন ও আওয়ামীলীগের শেখ হাসিনার নিল নকশার পরিকল্পনার অংশ হিসাবে জননেতা তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিলো ।
তিনি আরও বলেন- ১/১১কিংবা ১/১১ পরবর্তী সরকারগুলো তারেক রহমানের রাজনীতির ইতিবৃত্তকে সুপরিকল্পিতভাবে এবং ঠান্ডা মাথায় স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে সেনা সমর্থিত সরকার কর্তৃক অমানুষিক শারীরিক নির্যাতন এবং পরবর্তীতে মিথ্যা মামলা-হামলা ও জেল-জুূলুম-হুলিয়া দিয়ে দেশ থেকে নির্বাসন ও স্বদেশ প্রত্যাবর্তনে বাধা দেওয়ার মধ্যে দিয়েই ঝলসে উঠা এক রাজনীতিকের অপমৃত্যু ঘটানোর হীন অপচেষ্টা ক্ষমতাসীনদের রুটিনকাজে পরিণত হয়েছে।
জাসাস নেতা বলেন কোনো ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচারে তারেক রহমানের সাথে এ দেশের মাটি ও মানুষের সম্পৃক্ততাকে ছিন্ন করা যাবে না। দেশের সর্বস্তরের মানুষ তারেক রহমানের আগমনের প্রতীক্ষায়। শারীরিকভাবে তার উপস্থিতি না থাকলেও তার অস্তিত্ব অনুভব করে বাংলাদেশের দেশপ্রেমিক জনতা।
রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। তারেক রহমান একটি নাম যা সময়ের আবর্তে পরিণত হয়েছে বিশ্ব্বাস এবং আস্থায়।
তারেক রহমান প্রতীক্ষায় বাংলাদেশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *