‘বলিউডি পরিচালকরা চোর ছাড়া কিছু নয়’

বলিউডি নির্মাতাদের ‘চোর’ বললেন ব্রিটিশ লেখক এবং সাবেক সাংসদ লর্ড জেফরি আর্চার। অভিযোগ করলেন, তার বেশ কয়েকটি গল্প অনুমতি ছাড়া ব্যবহার করে বলিউডি চলচ্চিত্র নির্মিত হয়েছে।

নিজের নতুন বই ‘মাইটিয়ার দ্যান দ্য সোর্ড’-এর প্রচারের কাজে সম্প্রতি মুম্বাইতে এসেছিলেন আরচার। তখনই এই অভিযোগ করেন তিনি।

ডিএনএ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে আর্চার বলেন, “হলিউডের কথা বাদ দিন, বলিউডকে দেখুন! চোরগুলো আমার অনেকগুলো গল্প নিয়ে সিনেমা বানিয়েছে, অনুমতি নেয়ার প্রয়োজনও বোধ করেনি।”

তার দাবী, ১৯৮৭ সালে মুক্তি পাওয়া হিন্দি সিনেমা ‘খুদগার্জ’- এর কাহিনি নেওয়া হয়েছিল তার উপন্যাস ‘কেইন অ্যান্ড এবল’ থেকে। এমনকি হাল আমলের রানভির সিং ও আনুশকা শর্মা অভিনীত ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’ সিনেমাটির কাহিনিও নাকি তার উপন্যাস ‘নট এ পেনি মোর, নট এ পেনি লেস’- এর থেকে নেওয়া হয়েছে।

আর্চারের নতুন উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে বলিউডের এক অভিনেত্রীর জীবনকে ঘিরে। জানালেন, ভালো প্রযোজকের কাছ থেকে প্রস্তাব পেলে হিন্দি সিনেমার জন্য কাহিনি লেখার ইচ্ছা আছে তার।

৪ thoughts on “‘বলিউডি পরিচালকরা চোর ছাড়া কিছু নয়’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *