প্রেমের আশ্বাসে ধর্ষণের অভিযোগ তুলে প্রেমিক রিপন হোসেনের (২৬) নামে ধর্ষণ মামলা করেছেন আদরী খাতুন (ছদ্দনাম) নামে এক প্রেমিকা।
বৃহস্পতিবার রাত ২টার দিকে মেহেরপুর গাংনী থানায় মামলাটি এজাহারভুক্ত হয়।
রিপন হোসেন গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের স্কুল শিক্ষক জালাল উদ্দীনের ছেলে। প্রেমিকার বাড়ি পীরতলা গ্রামে।
প্রেমিকার অভিযোগ, নবম শ্রেণীতে পড়াকালীন সময় থেকে রিপনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। এইসএসসি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করা অবস্থায় কয়েক মাস আগে তার অন্যত্র বিয়ে হয়। কিন্তু রিপনের সঙ্গে সম্পর্কের কারণে স্বামী তাকে তালাক দেয়। রিপন তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন স্থানে ঘুরাঘুরির সুযোগে তার দেহভোগ করে। প্রায়ই তারা দুজনের বিভিন্ন স্থানে সাক্ষাত করতেন।
বৃহস্পতিবার বিকেলে পীরতলা গ্রামের ভোগল মিয়ার ঘরের মধ্য থেকে তাদের দুজনকে আটক করেন গ্রামবাসী। খবর পেয়ে ছেলে মেয়ের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। গ্রামবাসী বিয়ের প্রস্তাব দিলে তাতে সাড়া দেয় প্রেমিকার পরিবার। কিন্তু রিপনের পরিবার রাজি না হলে ছেলেমেয়ের পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। সামাজিক বিচার পণ্ড হয়। এক পর্যায়ে গ্রামবাসী প্রেমিক যুগলকে পীরতলা পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। রাতেই তাদের দুজনকে গাংনী থানা হেফাজতে নেয়া হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ধর্ষণ মামলায় রিপনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। প্রেমিকার ডাক্তারি পরীক্ষার লক্ষ্যে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সকালে এ বিষয়ে একটি নিউজ পাঠিয়েছিলাম।
Abu Jahed liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.
একটু শান্তি চাই liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
শান্তি অশান্তি liked this on Facebook.