নৈশপ্রহরীকে বেঁধে রেখে লক্ষ্মীপুরে বশিকপুর ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ওই অফিসের আসবাবপত্র ও ফাইল পুড়ে যায় বলে ভূমি কর্মকতারা জানান।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনারস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, বৃহস্পতিবার গভীররাতে ১০-১৫ জন দুর্বৃত্ত মুখোশ পরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করে অফিসের নৈশ প্রহরী আনোয়ার হোসেন, কর্মচারী আবদুর ছাত্তার ও মো. মিজানকে বেঁধে রেখে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে নাইটগার্ড আনোয়ার হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে ১০-১৫ সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে ভূমি অফিসে প্রবেশ চেষ্টা করলে আমিসহ আবদুল ছাত্তার ও মিজান বাধা দেয়ায় চেষ্টা করলে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে আমাদের রশি দিয়ে বেঁধে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ করে। এতে অফিসের বেশ কয়েকটি মূল্যবান ফাইল পুড়ে যায়।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Shahidul Alam liked this on Facebook.
Meskat Mosharaf liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Färhåd Åhämêd Shöhåñ liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Anjana Alam liked this on Facebook.