পেট্রোলবোমায় সিএনজি যাত্রী দগ্ধ

নন্দীগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় রেজাউল করিম (৩৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী দগ্ধ হয়েছেন। এতে তার চোখ মারত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম এলাকায় এ ঘটনা ঘটে।

গুরতর অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধ রেজাউল করিম নন্দীগ্রাম উপজেলা সদরের মৃত ইসহাক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রেজাউল করিমসহ পাঁচ জন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা বগুড়ায় যাচ্ছিল। পথিমধ্যে বগুড়া-নাটোর সড়কের কাথম এলাকায় দুর্বৃত্তরা অটোরিকশা লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। বোমাটি সরাসরি রেজাউলের চোখে আঘাত করলে তিনি অটোরিকশার বাইরে ছিটকে পড়েন। এতে তার বাম চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গুরুতর অবস্থায় রেজাউলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এন ইসলাম মো. ফারুক জানিয়েছেন, রেজাউলের বাম চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখে অপেরেশনের ব্যবস্থা করা হয়েছে।

১২ thoughts on “পেট্রোলবোমায় সিএনজি যাত্রী দগ্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *