তাজুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

ঢাকা: জামায়াতে ইসলামীর আইনজীবী তাজুল ইসলামকে রাজধানীর পল্টন এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দিয়েছে পুলিশ। তাকে আটকের কথা অস্বীকার করলেও ছেড়ে দেয়ার কথা স্বীকার করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম।

ওসি মোর্শেদ আলম জানান, আইনজীবী তাজুল ইসলামের চেম্বারের সামনে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়।

এদিকে তাজুল ইসলামের ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পল্টনের চেম্বার থেকে সাদা পোশাকে পুলিশ তাকে নিয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না।

জামায়াত নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় তাদের পক্ষে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তাজুল।

আটকের খবর জানার পর যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পূর্ব জোন) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ‘আমার কোনো টিম তাকে আটক করেনি।’

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, এরকম কোনো তথ্য তার জানা নেই।

১০ thoughts on “তাজুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *