হাজারীবাগে আ’লীগের সমাবেশে ককটেল বিস্ফোরণ : আহত ৩

রাজধানীর হাজারীবাগে শিশু পার্ক এলাকায় আওয়ামী লীগের সমাবেশে হাত বোমা বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় হাজারীবাগ থানার ২২নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও সাংবাদিকসহ তিন ব্যক্তি আহত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে
রাজধানীর সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ট্যামফোর্ড ইউনির্ভাসিটির এটেনডেন্স এনায়েত হোসেন (২৯) গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে মনোয়ারা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে সকাল ৯টার দিকে পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের পাশে একটি হোটেলের সামনে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর বারোটা ২০ মিনিটে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

৯ thoughts on “হাজারীবাগে আ’লীগের সমাবেশে ককটেল বিস্ফোরণ : আহত ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *