ঢাকা : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও দফায় দফায় হরতালের মধ্যে গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলা-উপজেলা গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ স্থাপনায় হাতবোমা ও পরিবহনে পেট্রলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টা থেকে বুধবার বেলা ৩ টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ : জেলার কানসার্টে ৯ ট্রাকে আগুন
চাঁপাইনবাবগঞ্জের কানসার্টে এলাকার কয়লাবাড়িতে ৯ টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত সোয়া ১১ টার দিকে এই ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জের সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি সার্কেল) মতিউর রহমান এই বিষয়টি শীর্ষ নিউজকে নিশ্চিত করেন।
জয়পুরহাট: আলু বোঝাই ট্রাকে আগুন
জেলার আক্কেলপুরে আলু বোঝাই একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পওয়া যায়নি।
মঙ্গলবার রাতে উপজেলার রায়কালী ইউপির সনাতনপুর-বেগুনবাড়ী এলাকায় ট্রাকটিতে আগুন দেয়া হয়।
স্থানীয়রা জানান, ট্রাকটি উপজেলার পুন্ডুরিয়া বাজার থেকে আলু নিয়ে ঢাকা যাচ্ছিল। ট্রাকটি সনাতনপুর-বেগুনবাড়ি এলাকায় পৌঁছালে কাঠের উপর উল্টো করে আটকানো পেরেকে ট্রাকটির চাকা ফুটো হয়ে যায়। এরপর ৮/১০ জন লোক পেট্রল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
ট্রাকে ছিলেন বগুড়ার দুপচাঁচিয়া উপজলোর খলিশ্বর গ্রামের আলু ব্যবসায়ী গোলাম মোস্তফা। চালক জাহাঙ্গীর হোসেন গোপালগঞ্জ সদর উপজলোর সুলতানগঞ্জ গ্রামের বাসিন্দা। পরে পুলিশ এসে স্থানীয়দের সতায়তায় আগুন নিভিয়ে ফেলে।
আক্কেলপুর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এঘটনায় জরিতদের আটক করতে অভিযান চলছে।
দিনাজপুর : দুই ট্রাকে পেট্রলবোমা হামলা, দগ্ধ ২
দিনাজপুরে পেট্রলবোমা ছুড়ে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাক চালক ও একশ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ট্রাক চালক জমির উদ্দিন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামের বসির উদ্দিনের ছেলে এবং স্বপন একই গ্রামের সতেন্দ্রের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার রাতে দিনাজপুর-রংপুর মহা-সড়কের চিরিরবন্দর উপজেলা রানীবন্দর নামক স্থানে একটি খালি ট্রাকে পেট্রলবোমা ছুঁড়ে আগুন দেয় দুবৃর্ত্তরা।
এ ঘটনায় ট্রাক চালক জমির উদ্দিন (৩৮) এবং ট্রাক শ্রমিক স্বপন (৩৫) দগ্ধ হয়েছে। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্বপনের ১২ শতাংশ এবং জমিরের ৭ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা করার প্রক্রিয়া চলছে।
এদিকে জেলার বিরামপুরে একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে একটি কয়লার ট্রাকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পার্বতীপুর খনি থেকে কয়লা নিয়ে একটি ট্রাক (ঢাকা মোট্রোঃ-ট-১৪-৮৯০৮) বিরামপুর ডায়াবেটিস হাসপাতালের সামনে অন্যান্য ট্রাকের সাথে রাতে অবস্থান করে। ভোর সাড়ে ৫টায় ঐ ট্রাকের বাম চাকায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলে ট্রাক ড্রাইভার আ: কাদের দ্রুত নেমে এসে চিৎকার দিলে অন্যান্য ট্রাকের লোকজন এসে আগুন নেভাতে থাকেন এবং কয়েকজন অগ্নি সংযোগকারীদের ধাওয়া করেন।
পঞ্চগড় : দুই গাড়িতে আগুন
পঞ্চগড়ের বোদা উপজেলার বগদুলঝুলা বাজার এলাকায় পার্কিং করা বিআরটিসির একটি বাস ও একটি ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতরা হলেন, ট্রাক চালক সুমন, ট্রাকের মালিক শওকত আলী, বাস চালক আল আমিন ও হেলপার লালন। বুধবার ভোর রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা বাজারে এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার: বাসে পেট্রল ঢেলে আগুন
জেলার জুড়ী উপজেলায় একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার ভোর রাতে জুড়ী উপজেলার বাস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
নোয়াখালী : ট্রাগে আগুন, চালক দগ্ধ
২০ দলের ডাকা অবরোধ ও টানা ৭২ ঘন্টার হরতাল চলাকালে নোয়াখালীর সেনবাগে একটি ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এসময় ট্রাকের চালক দগ্ধ হয়।
বুধবার সকালে নোয়াখালী-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আজিজপুর ডিবি রোডে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ৭ টার দিকে চৌমুহনী থেকে দাগনভূঁইয়াগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌছলে দুর্বৃত্তরা ট্রাকটি পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এ সময় ট্রাকের চালক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে আহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেনবাগ থানার ওসি মোস্তফা হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
Md Fahad Abdullah liked this on Facebook.
Sumon Rana liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Mahbub Samol liked this on Facebook.
Mohammad Jabed liked this on Facebook.
Imran Ali liked this on Facebook.
Bright Mahedi liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.