রাজশাহী মেয়রের বাড়িতে হামলা

আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে বোমা হামলার ঘটনার পরপরই অদূরেই অবস্থিত বর্তমান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। ওই সময় ক্ষুদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা মেয়র বুলবুলের বাড়ির সামেন নেম প্লেট ভাঙচুর করে ও বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বাড়িতে অবস্থিত মেয়র বুলবুলের শাশুড়ি সাহারা বেগম আহত হন।

মেয়রের স্ত্রী রেবেকা সুলতানা সিমি জানান, তিনি, তার মা সাহারা বেগম ও দেবর বাবু বাড়িতে অবস্থান করছিলেন। হঠাৎ বাড়ির ওপরে ইট-পাটকেল পড়তে লাগে। ইটে বাড়ির গ্লাস ভেঙে যায়। আওয়ামী লীগ সমর্থকদের ছোড়া একটি ইট তার মায়ের মাথায় এসে লাগে। পরে অ্যাম্বুলেন্সে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলমান হরতালে নাকশতার ৫টি মামলার আসামি হয়ে মেয়র বুলবুল দেড় মাস থেকে আত্মগোপনে আছেন।

২০ thoughts on “রাজশাহী মেয়রের বাড়িতে হামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *