বিজিবির গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ

নারায়ণগঞ্জ শহরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলরত গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার রাতে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ বিএনপির কার্যালয়ের সামনে থেকে সন্দেহভাজন দেওভোগ দাতা সড়ক এলাকার লিটন (২৫) ও চেয়ারম্যান বাড়ি এলাকার রাসেল (২৬) নামের দুই যুবককে আটক করেছে।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সার্কেল এসপি আজিমুল হাসান, নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের, পরিদর্শক শাহাজালাল, ও র‌্যাবের একটি দল।

এদিকে বিস্ফোরণের পর বিজিবি সদস্যরা গাড়ি থেকে নেমে ঘটনাস্থলে অবস্থান নিলে সাধারণ মানুষের মাঝে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিবি সদস্যদের বহনকারী দুইটি জিপ ও একটি মাইক্রোবাস ডিআইটি এলাকা দিয়ে যাওয়া সময় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এসএম মঞ্জুর কাদের জানান, রাতে দুস্কৃতিকারীরা পথচারীদের লক্ষ্য করে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটনায়। ওই সময় বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় বঙ্গবন্ধু সড়ক দিয়ে চাষাঢ়া যাচ্ছিল।

খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে জেলা বিএনপির কার্যালয়ের নিচে থেকে সন্দেহজনক দুইজনকে আটক করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।

১৩ thoughts on “বিজিবির গাড়ির সামনে হাতবোমা বিস্ফোরণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *