সিলেট: বিয়ানীবাজারে একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেট্রোল ঢেলে বাস ও ট্রাকে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, যাত্রীবাহী একটি বাস (সিলেট জ ১১-০২৬৭) সিলেট থেকে বিয়ানীবাজার উপজেলায় যাচ্ছিল। পথিমধ্যে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা বড়বাড়ি নামক স্থানে যাওয়ার পর ৫টি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। তারা বাসের যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
এদিকে একইসময় বিয়ানীবাজার থেকে সিলেট যাওয়ার পথে একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৮৫৩১১) গতিরোধ করে দুর্বৃত্তরা। তারা ট্রাকের চালক ও হেলপারদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। এসময় ট্রাকচালক আবুল হোসেন ট্রাকে আগুন না দেয়ার জন্য কাকুতি-জানালেও দুর্বৃত্তরা তাতে কর্ণপাত করেনি।
বাস ও ট্রাকে আগুন দেয়ার পর স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বিয়ানীবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল দে বাস ও ট্রাকে আগুন দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
Mahbub Samol liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Elias Ali Prodhania liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Jillur Rahman liked this on Facebook.
MD Sajiß Mazumder liked this on Facebook.
Mdsayfur Rahman liked this on Facebook.
Noor Nakeib liked this on Facebook.