এইচ টোয়েন্টি (এইচ ২০) নামের পাঁচ ইঞ্চি মাপের হাই ডেফিনেশন (এইচডি) পর্দার একটি স্মার্টফোন বাজারে উন্মুক্ত করেছে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান সিম্ফনি। আজ ১ মার্চ ইস্টার্ন প্লাজায় সিম্ফনির মোবাইল আউটলেটে হ্যান্ডসেটটি উদ্বোধন করেছেন সিম্ফনির কর্মকর্তারা।
সিম্ফনির বিপণন বিভাগের সহকারী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রাহকদের কথা ভেবে নতুন স্মার্টফোন বাজারে আনে সিম্ফনি। মাল্টিমিডিয়ার এই যুগে বড় স্ক্রিনের একটি স্মার্টফোন গ্রাহকদের পছন্দের সব ধরনের কাজে ব্যবহার করা যাবে। এইচ টোয়েন্টি স্মার্টফোনটি গ্রাহকদের পছন্দ হবে। কারণ এর দাম তুলনামূলকভাবে কম কিন্তু এর ফিচার অনেক বেশি।
সিম্ফনির কর্মকর্তারা জানিয়েছেন, এইচ টোয়েন্টির আকর্ষণীয় ফিচার হচ্ছে এইচডি ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ইন-প্লেইন সুইচিং বা আইপিএস প্রযুক্তির পর্দা, যাতে ফোনটির প্রতিটি ছবি বা মুভি স্পষ্ট ও ঝকঝকে দেখা যায়। ব্যবহারকারীদের আসল থ্রিডি মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাবে। স্মার্টফোনটির পেছনে পাঁচ ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এতে রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম।
অ্যান্ড্রয়েড ৪.৪. ২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত সিম্ফনির নতুন এই স্মার্টফোনটিতে ইন্টারন্যাল মেমোরি রয়েছে ৮ গিগাবাইট, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। স্মার্টফোনটিতে রয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। স্মার্টফোনে অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে কল রেকর্ডার, এফএম রেডিও, ওয়াইফাই, ডব্লিউল্যান, ব্লুটুথ। স্মার্টফোনটি মডেম হিসেবে ব্যবহার করার সুবিধাও রয়েছে।
সিম্ফনি কর্তৃপক্ষ জানিয়েছে, আট হাজার ৯৯০ টাকায় ফোনটি বিক্রি করছে তারা।