শিশু-কিশোর বন্দিরা কথা বলবে স্কাইপে

বিভিন্ন মামলায় কিশোর উন্নয়ন কেন্দ্রে বন্দি থাকা শিশু ও কিশোররা যাতে ইন্টারনেটে ভিডিও চ্যাটের সফটওয়্যার স্কাইপের মাধ্যমে নিয়মিত অভিভাববকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এজন্য উদ্যোগ নেয়া হয়েছে। আর যোগাযোগ স্থাপনের লক্ষ্যে নেয়া এ উদ্যোগ বাস্তবায়নে ইউএনডিপির সহায়তায় গ্রহণ করা হয়েছে প্রকল্প।

শনিবার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন বিচারপতি মো. ইমান আলী।

এসময় তার সঙ্গে ছিলেন- মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য কাজী রিয়াদুল আলম, যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হয়দার, কিশোর উন্নয়ন কেন্দ্রের পরিচালক জুলফিকার হয়দার, এডিসি জেনারেল সাবিনা ইয়াসমিন, যশোর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাজাহান মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, দেশের মধ্যে ঢাকার টঙ্গী ও যশোরে এই দুটি কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে। বিভিন্ন মামলায় আটক শিশু কিশোরদের এই দুই কেন্দ্রে (জেলখানায়) রাখা হয়। এখানকার শিশু-কিশোরদের স্কাইপের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে কথপোকথনের সুযোগ দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

২ thoughts on “শিশু-কিশোর বন্দিরা কথা বলবে স্কাইপে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *