বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় পাকিস্তানপন্থিদের নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।শনিবার সকালে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জেলা আওয়ামী লীগ আয়োজিত, বিএনপি-জামায়াতের সাম্প্রতিক হামলার তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এইচ টি ইমাম বলেন, ‘পাকিস্তানপন্থিদের নির্মূল করতে না পারলে এদেশের অস্তিত্ব ভীতি ও সঙ্কটের মধ্যে থাকবে
এইচ টি ইমাম বলেন, ‘পাকিস্তানপন্থিদের নির্মূল করতে না পারলে এদেশের অস্তিত্ব ভীতি ও সঙ্কটের মধ্যে থাকবে
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, পেট্রোল মেরে মানুষ হত্যা করে মানবতাবিরোধী অপরাধ যারা করছে, বাংলাদেশের আইন ও আন্তর্জাতিক আইনে তাদের বিচার হবে।
Md Azizul liked this on Facebook.